মুজিবনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা


মুজিবনগর প্রতিনিধি: আসন্ন মুজিবনগর উপজেলা নির্বাচনে ৩টি পদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করা হয়। এরা হচ্ছেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছকিদা খাতুন। জিয়া উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী এবং প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। এমপি দোদুল তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নের ধারা বজায় রাখার জন্য দলীয় এ তিন প্রার্থীকে বিজয়ী করতে হবে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। অ্যাড. মিয়াজান আলী তার বক্তব্যে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তার বিরদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মোমিন চৌধুরী, যুগ্মসম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিম উদ্দীন, মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি আলবিনু মণ্ডল, সম্পাদক কুতুব উদ্দীন, মহাজনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক সানোয়ার হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, মোনাখালী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজেহার আলী গাজী ও মনোনীত তিন প্রার্থীসহ আ.লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।