ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার ভোরে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার ওয়াহেদুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার নাপিতখালী স্কুলপাড়ার শাহাবুদ্দিনের ছেলে লাল্টুর বাড়িতে। বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে লাল্টুর ঘর থেকে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ফেনসিডিল কারবারের সাথে জড়িত থাকায় সেখান থেকে বিজিবি সদস্যরা আটক করেন একই গ্রামের আবু বক্করের ছেলে রবিউল ইসলামকে (২৮)। এ ঘটনায় হাবিলদার ওয়াহেদুল ইসলাম বাদী হয়ে ওই দিনই দামুড়হুদা থানায় রবিউলসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।