খবর: (দর্শনায় আবাসিক হোটেল থেকে শাবানা ও গাফফার গ্রেফতার
দিনদুপুরে হোটেল ভাড়া
রঙ্গলীলায় মজলে নাকি,
ফুর্তি করে মজা মেরে
মনের মানুষ ভজলে নাকি?
হোটেল ঘরে কী হয়েছে
অন্য কিছু ঘটলো নাকি,
মিছিমিছি আকাম কুকাম
আপন মনে রটলো নাকি?
বশের নাগর রসের পিরিত
তিনি মিনিটেই ধসলো নাকি,
পুলিশ বাবু ধরলো সেদিন
পয়সা কড়ি খসলো নাকি?
-আহাদ আলী মোল্লা