সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ-গোবিন্দপুর সড়কের জীবনার অদূরে ভুলটিয়ায় দু ব্যক্তিকে আহত করে ছিনিয়ে নিয়েছে তাদের মোটরসাইকেল। আহতরা হলেন- আনোয়ার মিস্ত্রী (৩০) ও মনির হোসেন (২৭)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের গোবিন্দপুর গ্রামের আনোয়ার মিস্ত্রী ও মনির হোসেন বদরগঞ্জ বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জীবনার অদূরে ভুলটিয়ায় পৌঁছুলে ৬-৭ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে গাছের সাথে বেঁধে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।