গাংনীর কাজিপুর থেকে আশা ব্যবস্থাপকের মোটরসাইকেল ছিনতাই

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে আশা কাজিপুর শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলামের নিকট থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী।

জানা গেছে, কাজিপুর বর্ডারপাড়ায় অফিসের কাজ শেষে গোলাম বাজারের আশা অফিসে ফিরছিলেন আমিরুল ইসলাম। গ্রামের সড়কে মুরাদ ডাক্তারের বাড়ির কাছে পৌঁছুলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে তার হিরো হোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।