এফসিবি মিনি ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়া নিমু স্মৃতি ফুটবল একাদশ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি মিনি ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়া নিমু স্মৃতি ফুটবল একাদশ জয়লাভ করেছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া নিমু স্মৃতি ফুটবল একাদশ ৪-০ গোলে মেহেরপুর রেডসক্স একাদশকে পরাজিত করে। নির্ধারিত ৪০ মিনিটের প্রথমার্ধের খেলায় দেলোয়ারের দেয়া গোলে কুষ্টিয়া নিমু স্মৃতি ফুটবল একাদশ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে তারা। পরে জ্যাকি, দেলোয়ার ও কারিম ১টি করে গোল করে। খেলাটি পরিচালনা করে সেলিম।