আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ৭টি মিষ্টির হোটেলে অভিযান চালিয়ে ৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, আলমডাঙ্গা শহরে চারতলার মোড়স্থ ২টি ও আনন্দধাম ব্রিজমোড়ে ৫টি মিষ্টির হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ হাজার ৮শ টাকা জরিমানা করেন। হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও বাসী মিষ্টি বিক্রির অপরাধে শহরের চারতলার মোড়ের জগদীশ মিষ্টান্ন ভাণ্ডারে ৪শ টাকা ও হারান অধিকারীকে ৪শ টাকা, আনন্দধাম ব্রিজমোড়ে আয়ুব আলীকে ১ হাজার টাকা, লাল্টুকে ২ হাজার টাকা, বেল্টুকে ২ হাজার, লাল্টুকে ৫শ টাকা এবং ইছাকে ৫শ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।