১৭ দিনে ৭৫ কোটি ডলার রেমিটেন্স

স্টাফ রিপোর্টার: চলতি সালের জানুয়ারির ১৭ দিনে দেশে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো মোট রেমিটেন্স এসেছে ৭৫ কোটি ৭ লাখ ৯০ হাজার ডলার। এ পরিমাণ রেমিটেন্স আসার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো এগিয়ে রয়েছে। অন্যদিকে বিশেষায়িত ও বৈদেশিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রাপ্ত রেমিটেন্স তুলনামূলকভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের প্রথম ১৭ দিন রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের সম্মিলিতভাবে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ২৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, বিপরীতে একই সময়ে ৩৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রাপ্ত মোট রেমিটেন্সের পরিমাণ ৪৯ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। একই সময়ে বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৯৪ লাখ এবং ৭০ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারির প্রথম ১৭ দিনে আসা রেমিটেন্সের ৪৯ কোটি ৮৪ লাখ ৫০ ডলার। এর মধ্যে রয়েছে আল-আরাফাহ ২৩ লাখ ৬০ হাজার, এবি ব্যাংক ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার, কমার্স ব্যাংক ২ লাখ ৪০ হাজার, ব্যাংক এশিয়া ২ কোটি ৬৭ লাখ ২০ হাজার, ব্র্যাক ব্যাংক ২ কোটি ৫০ লাখ ২০ হাজার, ঢাকা ব্যাংক ১ কোটি ৭ লাখ ৪০ হাজার, ডাচ্‌-বাংলা ১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার, ইস্টার্ন ব্যাংক ৫৭ লাখ ২০ হাজার, এক্সিম ব্যাংক ১২ লাখ ৩০ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৩ লাখ ২০ হাজার, আইএফআইসি ৩১ লাখ ৪০ হাজার, ইসলামী ব্যাংক ২০ কোটি ২৩ লাখ ৭০ হাজার, যমুনা ব্যাংক ৩৫ লাখ ৩০ হাজার, মার্কেন্টাইল ৭৬ লাখ ১০ হাজার, এমটিবি ৩৪ লাখ ৯০ হাজার, ন্যাশনাল ৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার, এনসিসি ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ওয়ান ব্যাংক ৬ লাখ, প্রাইম ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার, পুবালী ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার, শাহজালাল ৩ লাখ ৪০ হাজার, এসআইবিএল ৫৭ লাখ ৮০ হাজার, সাউথইস্ট ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার, স্ট্যান্ডার্ড ২৪ লাখ ৭০ হাজার, দি সিটি ব্যাংক ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার, প্রিমিয়ার ২৯ লাখ ৬০ হাজার, ট্রাস্ট ব্যাংক ৭৮ লাখ ৭০, ইউসিবিএল ৪৪ লাখ ৬০ হাজার, উত্তরা ২ কোটি ৪৯ লাখ ২০ হাজার, আইসিবি ৭০ হাজার ডলার। সদ্য অনুমতি পাওয়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে কোনো রেমিটেন্সের আসেনি। এগুলো হলো: মেঘনা, মধুমতি, এনআরবি, এনআরবি কমার্স, এনআরবি গ্লোবাল, দি ফারমার্স, ইউনিয়ন ব্যাংক। এদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে আসা রেমিটেন্সের পরিমাণ ২৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার হাজার ডলার। এ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ৮ কোটি ৯৩ লাখ ৭০ হাজার, জনতা ৬ কোটি ৪২ লাখ ১০ হাজার, সোনালী ৭ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ও রূপালী ব্যাংকের মাধ্যমে ৭৭ লাখ ৩০ হাজার ডলার এসেছে। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে একই সময়ে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৯৪ লাখ ডলার। একই সঙ্গে বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭০ লাখ ৬০ হাজার ডলার। কমার্স ব্যাংক অব সিলনের মাধ্যমে এসেছে ২ লাখ ৫০ হাজার, সিটি এনএ ৬০ হাজার, হাবিব ২০ কোটি, এইচএসবিসি’র ২৯ লাখ ২০ হাজার, আল ফালাহ ২০ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ৩৬ লাখ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৪০ হাজার ও উরি ১ লাখ ৬০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। তথ্য মতে, ২০১৩ সালে জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল। এ মাসে রেমিটেন্স এসেছিল ১০০ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ১১৬ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার, মার্চে এসেছিল ১২২ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১১৯ কোটি ৪৪ লাখ ডলার, মে’তে ১০৮ কোটি ৭১ লাখ ৯০ হাজার ডলার, জুনে ১০৫ কোটি ৮২ লাখ ৪০ হাজার ডলার, জুলাইতে ১২৩ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, সেপ্টেম্বরে মাসে ১০২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ১২৩ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে ১০৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার এবং ডিসেম্বর মাসের ২৭ দিনে রেমিটেন্স এসেছিল ১২১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার।