বেগমপুর প্রতিনিধি: যখন কেরুজ চিনিকল কর্তৃপক্ষ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আগমন নিয়ে ব্যস্ত। মন্ত্রী ঘুরে ঘুরে দেখছেন ঐতিহ্যবাহী কেরুজ চিনিকল। ঠিক তখনই ডিহি বাণিজ্যিক খামারের নিজস্ব জমির এ ও বি ব্লকের ১৫০ বিঘা জমির আখ জ্বলছে দাউ দাউ করে। প্রায় ৩ ঘণ্টার দীর্ঘ এ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় আখ। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে হিমসিম খেতে হয় এ আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন লাগার কারণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও চুয়াডাঙ্গা সদর থানায় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে কেরুজ ডিজিএম ফার্ম আব্দুল কুদ্দুস আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কী তা সঠিকভাবে না বললেও চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেছে, এ সময় এলেই মাঝে মাঝে কেরুজ আখে আগুন লাগে। আর আগুনে পোড়া আখ তড়িঘড়ি করে কেটে নেয়া হয় চিনিকলে। এ ধরনের ঘটনা খতিয়ে দেখা দরকার বলে এলাকাবাসী মন্তব্য করে।