মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাবের আয়োজনে গতকাল শনিবার বিকেল ৪টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর ননস্টপ ক্লাব জয়ী হয়েছে। মেহেরপুর ননস্টপ ক্লাব ১-০ গোলে সৌখিন যুবসংঘকে পরাজিত করে। দলের পক্ষে শিমুল একমাত্র গোলটি করেন। সেলিম খেলাটি পরিচালনা করেন।