মেহেরপুর গাংনীর সাংবাদিক মোমিনের পিতার দাফন সম্পন্ন

গাংনী প্রতিনিধি: চ্যানেল ফাইভ মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোমিনুল ইসলামের পিতা মরজুল ইসলামের (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে গাংনীর হোগলবাড়িয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জেলায় কর্মরত সাংবাদিক, মরহুমের আত্মীয়স্বজন ও গ্রামবাসী জানাজায় অংশগ্রহণ করেন। গত শুক্রবার রাত ৮টার দিকে হোগলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরজুল ইসলাম। তিনি বেশ কিছুদিন ধরে অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment