কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিলসহ এক চোরাচালানিকে আটক করেছে। গতপরশু শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবি হাবিলদার ওয়াহিদ ও ফোরকান আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে নাপিতখালী স্কুলপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় নাপিতখালী গ্রামের আবু বক্করের ছেলে রবিউলের (২৫) দেহতল্লাশি করে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অভিযানের সময় মাদকচোরাকারবারী একই গ্রামের শাহাব আলীর ছেলে লাল্টু (৩৫) পালিয়ে যায়। বিজিবিসূত্র জানায়, রবিউলকে ১২টার দিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।