স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। পুলিশ যৌথবাহিনীর নামে সাধারণ মানুষকে গ্রেফতার করছে, গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে, অবিলম্বে এসব বন্ধ করুন।
গত শনিবার সকালে সদর উপজেলার গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন শেষে পৃথক পৃথক স্থানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। এর আগে বাকশাল কায়েম করেছিল, এবারে ভিন্ন আঙ্গিকে সেই লক্ষ্যে আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাস লাগিয়ে যে প্রহসনের নির্বাচন করেছে, তাতে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। বিএনপি কোনো কিছুই হারায়নি। তিনি বলেন, বিদেশিরা বলেছে, নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও বাংলাদেশ হেরেছে। পরে নিহত ও আহতদের নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেন। এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।