সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহের মালোপাড়ায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল জনতার প্রতিরোধের মুখে পর পর ২টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে ২ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে ডাকাত দল নগদ ৪০ হাজার টাকা মোবাইলফোনসহ গয়নাগাটি নিয়ে গেছে।
জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ মালোপাড়ার ১০/১২ জনের একদল ডাকাত শ্রী গনেশ হালদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৪০ হাজার টাকাসহ ১টি মোবাইলফোন, ১ জোড়া কানের দুল ও ১টি সোনার চেন ডাকাতি করে। ডাকাতি শেষে সটকানোর পথে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে পরপর ২টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে স্বপন কুমার হালদার ও গঙ্গা হালদার আহত হন। আহত স্বপন কুমার হালদারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং গঙ্গা হালদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে।