মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত। এই নতুন নির্বাচিত সরকারের সাথে যুক্তরাষ্ট্র অবশ্যই অব্যাহতভাবে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিশা দেশাইয়ের সাথে সাক্ষাত্কালে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের বৈঠকের পর একটি বেসরকারি বার্তা সংস্থার স্থানীয় প্রতিনিধিকে জানান, নিশা দেশাই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোর সোথে সংলাপ শুরু করার বিষয়ে কথা বলেন। সংলাপের তাগিদ দেয়া যুক্তরাষ্ট্র সরকারের কূটনৈতিক অবস্থান মাত্র। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত টিকফা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। টিকফা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরবর্তী বৈঠক ঢাকায় শুরু হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এই সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দেয়। সেই সঙ্গে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তিনি ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেন ও সহসাই অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দেন।