মাথাভাঙ্গা মনিটর: চরম উত্তেজনা ছড়িয়ে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে টাই হয়েছে। গতকাল শনিবার অকল্যান্ডে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে (১১১) কিউইরা ৩১৪ রানরে বড় সংগ্রহ দাঁড় করে। ৩১৫ রানরে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারী ভারত। তবে শেষের দিকে রবীন্দ্র জাদেজার অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচ টাই করতে পারে ভারত। ৯ উইকেট হারিয়ে তারাও সংগ্রহ করে ৩১৪ রান। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। নিউজিল্যান্ডের পেসার কোরি অ্যান্ডারসন করেন শেষ ওভারটি। শেষ ওভারে জাদেজার দুটি ফোর ও একটি ছক্কার বদৌলতে ভারত তুলতে পারে ১৭ রান। অ্যান্ডারসন দু’টি ওয়াইড বল করেন। এতে অমীমাংসিতই শেষ হয় ম্যাচ। পাঁচ ম্যাচের জিরিজের প্রথম দু’টি নিউজিল্যান্ড জিতেছিলো।