স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি একাংশের আহ্বায়ক আব্দুর রাজ্জাক মালিক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে অভিনন্দন জানিয়ে তাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ১০টায় জাপার যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বাসভবনে আয়োজিত সভায় সিনিয়র যুগ্মআহ্বায়ক সাবেক পৌর কমিশনার এসএম শাহাবুদ্দিন বাবু, যুগ্মআহ্বায়ক আকবর আলী মাস্টার, আমিনুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক কোষাধ্যক্ষ অ্যাড. মুজিবুল হক চৌধুরী মিণ্টু, যুব সংহতির সভাপতি ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।