গাংনী প্রতিনিধি: সরিষাক্ষেতে কাজ করার সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আব্দুল হামিদ (৪০) নামের এক কৃষক। গতকাল শনিবার সকাল আটটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল সকালে গ্রামের মাঠে সরিষা কাটার কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদের ছেলে ইসলাম হোসেন ও একজন শ্রমিক। সরিষা রাস্তার ওপরে তোলার সময় একটি ককটেল তাদের নজরে পড়ে। খবর পেয়ে আব্দুল হামিদ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি তুলে দূরে ফেলে দেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হামিদ সামান্য আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সকালেই ধলা পুলিশ ক্যাম্প ও রংমহল বিজিবি ক্যাম্প সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।