আলমডাঙ্গা ব্যুরো: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি সভাপতি শহিদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন- গত ৫ জানুয়ারি প্রহসনের একদলীয় জাতীয় সংসদ নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার হত্যা করেছে। সকল নেতা-কর্মীকে এক্যবদ্ধ হয়ে মাঠে নিষ্ঠার সাথে কাজ করে উপজেলা নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। মতবিনিময়সভায় পৌরসভার সকল ওয়ার্ড ও উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি সভাপতি শহিদুল কাউনাইন টিলুর নাম ঘোষণার দাবি জানান। এ সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন- আমাদের দলীয় প্রার্থী শহিদুল কাউনাইন টিলু। যেহেতু আমাদের সাথে ১৮ দল আছে। তাদের সাথে আলোচনা করতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা সদর সভাপতি শামীম রেজা ডালিম, উপজেলা সহসভাপতি আব্দুল জব্বার, আবু জাফর মন্টু, ইস্রাফ হোসেন, আজিজুর রহমান পিন্টু, শহিদুল হোসেন, মজিবুল হক মালিক মজু, ইফতেখারুজ্জামান লুডু খান, রেজাউল করিম, আনিছুর রহমান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন-বিএনপি নেতা বোরহান উদ্দীন, আসিরুল ইসলাম সেলিম, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, ডাক্তার আলাউদ্দীন, আব্দুস সোবহান, মহিনুল ইসলাম, আব্দুল ওহাব, মিল্টন মল্লিক, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, ওহিদুর রহমান, আব্দুল হান্নান, সিদ্দিক, লিয়াকত, আক্তার, কামাল, হাবিবুর, চমক, মহিরসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলুকে উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।