মাথাভাঙ্গা মনিটর: কোলকাতার বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১৭ জানুয়ারি শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। কালজয়ী এ নক্ষত্রের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন তারই আদরের নাতনি রাইমা সেন। সম্প্রতি রাইমা জানিয়েছেন, সুচিত্রা সেনের শেষ ইচ্ছা ছিলো নাতনি রাইমার বিয়েটা দেখে যাওয়ার। সুচিত্রা সেনের সাথে রাইমার চেহারার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। শুধু তা-ই নয়, নানির সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো রাইমার। সুচিত্রা সেনের শেষ ইচ্ছার কথা জানাতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে রাইমা বলেন, আমার বিয়েটা দেখে যাওয়ার খুব ইচ্ছা ছিলো তার। এটাই ছিলো তার শেষ ইচ্ছা। আমিও চেয়েছিলাম তার ইচ্ছাটা যেন পূরণ হয়।