মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকানের মালামাল ভস্মীভূত

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দুটি হার্ডওয়ার দোকানের মালামাল ভস্মীভূত হয়। গতরাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কেদারগঞ্জ বাজারের রূপালী ব্যাংকের সামনে অবস্থিত হার্ডওয়ার দোকান দুটিতে হঠাত আগুন লাগে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো চেষ্টা করা হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সেলিম রেজার নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় হার্ডওয়ার দুটির সব মালামাল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র। শাহীন হার্ডওয়ারের ৫ লাখ এবং মাসুম অ্যান্ড মারুফ হার্ডওয়ারের ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত  দোকান মালিকরা। বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।