মুজিবনগর প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই দেশের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে হলে তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে নতুন ভবন নির্মাণসহ সকল ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল মোনাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গতকাল শুক্রবার দুপুরে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আসকার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা ও মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন শিক্ষক আলিফ হোসেন, সাবেক চেয়ারম্যান রেকাবউদ্দীন প্রমুখ।