দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে আনছার স্যার স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে জিতে নিউস্টার ক্লাব ৮ রানে বন্ধু মহলকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল স্থানীয় স্কুলমাঠে দুপুর আড়াইটায় নিউস্টার ক্লাব ও বন্ধুমহল মুখোমুখি হয়। টসে জিতে নিউস্টার ক্লাব ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫৪ রান সংগ্রহ করে। ৫৫ রানের জয়ের লক্ষ্যে বন্ধুমহল ব্যাট করতে নেমে ৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের আমিরুল ৩টি উইকেট ও ১০ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন বাসার, ইউনুচ প্রমুখ।