খবর: (কালীগঞ্জে বৃদ্ধ আব্দুল গনি খুন : মাদকাসক্ত ছেলে তাইজুল আটক)
কোপ দিয়েছো বুড়ো বাপের গলায়
নিজের হাতে করলে তাকে খুন
পূর্ণ হলো আশা ষোলো কলায়
সত্যি তোমার দেখার মতো গুণ।
হায়রে মজার ছেলের জাতের ছেলে
রক্ত নিয়ে নেশায় হোলি খেললে
কোথায় এমন ভোতা বিবেক পেলে
কিসের রাগে বাপের মরা ফেললে।
যার কারণে দেখলো আলোর মুখ
তাকেই তুমি নিজের হাতে মারলে
যিনি দিলেন বাঁচার আশা সুখ
সেই পিতাজির ঘাতক হতে পারলে?
-আহাদ আলী মোল্লা