স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মরহুম হাজি মওলা বক্স মিয়ার ভাই রজব আলী (৬৭) আর নেই। গতকাল শুক্রবার মালোপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রজব আলী চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-৩ সেলিনা ইয়াছসিন শম্পার পিতা ও চুয়াডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক এনটিভি ও দৈনিক মানবজমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের চাচা।
গতকাল শুক্রবার বাদ জুম্মা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজা ও দাফন কাজে আত্মীয়স্বজন ছাড়াও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামীকাল রোববার বাদ আছর মরহুমের মালোপাড়া নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।