মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৩ট রিকশা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. শাহারিন হক মালিক উপস্থিত থেকে রিকশা ৩টি প্রদান করেন। চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত সাদেক আলীর ছেলে মো. খাদেম শেL, চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার মৃত খাজের আলীর ছেলে মো. আব্দুল হান্নান ও চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মৃত আইজদ্দীনের ছেলে মো. সাদেক আলীকে অনুদান হিসেবে রিকশা ৩টি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন, দোকান মালিক সমিতি নির্বাহী পরিষদের সদস্য মো. আনিসুজ্জামান প্রমুখ। এ সমিতি চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থদের মাঝে এ পর্যন্ত ১৩টি রিকশা প্রদান করলো।-বিজ্ঞপ্তি।