আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে
স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার অবৈধ সরকার। গায়ের জোরে তারা রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে গতকাল আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বক্তব্য দিতে গিয়ে বলেন, গত ৫ জানুয়ারি তথাকথিত নির্বাচনে মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমকে অপমানিত করেছে। ৭১ সালে যুদ্ধ করে এদেশের মানুষ গণতন্ত্র অর্জন করেছে। সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ এভাবে হত্যা করবে তা স্বাধীন দেশের মানুষ ভাবতে পারেনি। গণতন্ত্রে গুণ্ডামির পরিণতি ভালো কিছু হয় না। দেশবাসী অবশ্যই আওয়ামী লীগের উচিত জবাব দেয়ার জন্য উদগ্রিব।
সভায় গতপরশু সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয়। বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রাতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবলু, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। সভা পরিচানায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু। সভায় আগামী ২৯ জানুয়ারি কেন্দ্রীয় ঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। মিছিলে জেলাবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।