কার্পাসডাঙ্গায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুর নিধনের কোনো ব্যবস্থা না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। প্রায় প্রতিদিনই পাগলা কুকুরের কামড়ে আহত হচ্ছে পথচারীসহ স্থানীয় লোকজন। ফলে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত ১ মাসের মাথায় প্রায় ২৫-৩০ জন মানুষ পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছে। এদের মধ্যেও যারা বিত্তবান তারা আধুনিক চিকিৎসা নিলেও হতদরিদ্র মানুষগুলো সনাতন পদ্ধতির কবিরাজি চিকিৎসা নিয়েছে। অনেকে অভিযোগ করে বলেছেন, সরকারিভাবে কুকুরের কামড়ের ভ্যাকসিন পেতে জটিলতার শিকার হতে হয়। তাছাড়া প্রতি ইউনিয়নে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন থাকার কথা থাকলেও তা পাওয়া যায় না কখনোই। সে কারণে চিকিৎসা থেকে বঞ্চিত অসচেতন মানুষ। বেওয়ারিশ কুকুর নিধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী।