উপজেলা নির্বাচনে ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

 

ঝিনাইদহ অফিস: উপজেলা নির্বাচন ঝিনাইদহ সদর উপলজেলার প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক কর্মীসভায় এ ঘোষণা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি ড. এম হারুন অর রশীদ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি নেতা অ্যাড. ওসমান গনি, বদর উদ্দিন বদু, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম মনা, শামীম আজাদ সোনা, আব্দুল মালেক, জাহাঙ্গীর হোসেন, যুবনেতা আসিফ উদ্দিন লাবলু, আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় সদর উপজেলায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি ড.এম হারুন অর রশীদকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।