আলমডাঙ্গা লেখক সংঘের সাথে চুয়াডাঙ্গা লেখক সংঘের মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা লেখক সংঘের সাথে আলমডাঙ্গা লেখক সংঘের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলি মাস্টার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা লেখক সংঘের সভাপতি ডা. ওয়াহিদ আশরাফ দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, সাংবাদিক জামসিদুল হক মুনি, আনোয়ারুল ইসলাম, সাংবাদিক এম হাফিজ, কবি সিরাজ সামজী, বুলবুল খান, কবি গোলাম রহমান, সামসাদ রানু বিজয় কুমার কর প্রমুখ।