মাথাভাঙ্গা মনিটর: বন্দুকধারীদের হামলায় আফগানিস্তানে ৫ জন ক্রিকেটার নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার একজন আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে একথা জানিয়েছে একটি বার্তা সংস্থা। এতে বলা হয়, গত বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে একটি ম্যাচ চলাকালে মোটরসাইকেল আরোহী একজন বন্দুকধারী একদল ঘরোয়া ক্রিকেটারের ওপর গুলি চালায়। এতে পাঁচ ক্রিকেটার নিহত হন। আলীনগর জেলায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও এজন্য তালেবানকে দায়ী করেছন ওই কর্মকর্তা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।