দর্শনা অফিস: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ শনিবার দর্শনায় আসছেন। তিনি দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কর্মসূচিতে অংশ নিয়ে বিকেল সাড়ে ৩টায় কেরুজ মাঠে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে দর্শনা ত্যাগ করবেন।
শিল্পমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আ.লীগ ও কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। দর্শনার বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ। সূত্র বলেছে, ঢাকা থেকে বিমানযোগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে যশোর বিমানবন্দরে অবতরন করবেন। তিনি বিমানবন্দর থেকে গাড়িবহরযোগে রওনা হবেন দর্শনার উদ্দেশে। বেলা ১১টা ৪০ মিনিটে পৌঁছাবেন দর্শনা কেরুজ অতিথি ভবনে। সেখানে তাকে প্রদান করা হবে গার্ড অব অনার। দুপুর ১২টার দিকে কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দলীয় নেতবৃন্দ ও কেরুজ চিনিকলের কর্মকর্তা এবং শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়েই চিনিকলের সবকটি বিভাগ পরিদর্শন করবেন। এরই মধ্যে মিলের কর্মকর্তাদের সাথে করবেন বৈঠক। সেরকমই আয়োজন সম্পন্ন করেছে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। বিকেল সাড়ে ৩টার দিকে কেরুজ ক্লাবমাঠে আয়োজন করা হয়েছে আ.লীগের বিশাল কর্মীসমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষন দেবেন মন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সার্বিক তত্ত্বাবধানে দলের নেতাকর্মীরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাড়িবহরযোগে যশোর বিমানবন্দরে ফিরবেন। এদিকে শিল্পমন্ত্রীর আগমনে কঠোর প্রসাশনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।