মাথাভাঙ্গা মনিটর: মাতলামি ও মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন পপতারকা জাস্টিন বিবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি সমুদ্রসৈকত থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে মায়ামি বিচ পুলিশ। মায়ামি বিচ পুলিশের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ১৯ বছর বয়সী পপতারকা বিবারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশের অভিযোগ, মায়ামি বিচের রাস্তায় দুটি গাড়ির মধ্যে পাল্লা দিতে দেখা যায়। এর মধ্যে একটি ছিলো লাল রঙের ফেরারি আর বিবারেরটি ছিলো হলুদ ল্যাম্বরগিনি। লাল রঙের ফেরারির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। মিয়ামি বিচ পুলিশের মুখপাত্র সার্জেন্ট বরি হার্নান্দেজ জানিয়েছেন, গ্রেফতারের পর অ্যালকোহলের মাত্রা পরীক্ষায় উত্রাতে পারেননি বিবার। তাকে মায়ামি-ডেড কান্ট্রি জেলে স্থানান্তর করা হবে। এর আগেও জাস্টিন বিবার বাড়িতে গোয়েন্দাদের নজরদারিতে পড়েছিলেন। তবে জেলে যাওয়ার ঘটনা সম্ভবত এবারই প্রথমবার ঘটতে যাচ্ছে।