স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে মাহবুবুর রহমান রানা (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজার চৌরাস্তা সংলগ্ন মসজিদ গলিতে তাকে কুপিয়ে খুন করা হয়। নিহত রানা রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। রমনা থানা ওসি মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা ও একটি রক্তমাখা রামদা উদ্ধার করে। স্থানীয়রা রানাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।