দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মদনা ও জগন্নাথপুর বিজিবির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামে মদনা বিওপি ক্যাম্পের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জমসেদ আলম, আবু লায়েছ, আশাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর বিজিবি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সহঅধিনায়ক মেজর মেহেদী হাসান, মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ও ইয়াকুব আলী প্রমুখ।