টিপ্পনী

 

খবর: (দর্শনায় মজুদ রাখা ইউরিয়া সার জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা)

 

সারের বাজার বাড়তে দেখে

রাখেন তিনি জমিয়ে,

চেটাং চেটাং ঝাড়ি মারেন

যায় না রাখা দমিয়ে।

 

তবিল মোটা করে করে

শরীর রাখেন জুড়িয়ে,

ব্যাংকে টাকা জমান শুধু

লোকের কপাল পুড়িয়ে।

 

এমন ভেজাল ব্যবসায়ীরা

দেশটা দিলো জ্বালিয়ে,

তবু রাগের ঝাল মেটে না

হাজার রকম গালিয়ে।

 

 

-আহাদ আলী মোল্লা