ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের রাউতাউল এলাকায় সমিতির কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১২-২০১৩ অর্থ বছরের আয়-ব্যয় তুলে ধরেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। আগামী ৫ বছরের মধ্যে জেলার সবগুলো গ্রামে বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। শেষে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য শতাধিক গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।