স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৫ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.edu.bd) ওইদিন সন্ধ্যার পর থেকে ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর মো. ফয়জুল করিম। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সারাদেশে একযোগে ১৬৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা এবং বিজ্ঞান শাখায় সর্বমোট ৪ লাখ ২৬ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।