স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেন, সদস্য এএম মাহবুব উদ্দিন খোকন ও মো. কাইমুল হকের গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা এক ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম শাহাজান মুকুল ও সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিমসহ নেতৃবৃন্দ। বক্তারা আইন পেশার নেতৃবৃন্দকে হয়রানি থেকে বিরত থাকতে এবং বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।