স্টাফ রিপোর্টার: গত মাসে প্রথম সন্তানের মা হন এদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বিয়ের পর থেকেই চলচ্চিত্র এবং মিডিয়া থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন শাবনূর। ঠিক সেই পথেই যেন হাঁটছেন পূর্ণিমা, হাতে তেমন কোনো চলচ্চিত্রের কাজ না থাকায়, মাঝেমধ্যে নাটকে অভিনয় করছেন। আর মিডিয়া থেকে অনেকটাই আড়াল করে রাখছেন নিজেকে পূর্ণিমা। আর এ আড়ালের উদ্দেশ্য তিনি মা হতে যাচ্ছেন, সাথে পুরোপুরি সাংসারিক জীবনের লক্ষ্য। জানা যায়, আর মাত্র দু মাস পরই পূর্ণিমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। গত প্রায় ৬ মাস ধরে পূর্ণিমা চট্টগ্রামে তার শ্বশুরবাড়িতেই আছেন। তার স্বামী ফাহাদ জামিলও তার সাথেই রয়েছেন। এ বিষয়ে পূর্ণিমা তেমন কিছু বলতে না চাইলেও, তার পরিবার বিষয়টির সত্যতা জানিয়েছেন। সন্তান জন্মের পরই পূর্ণিমা মিডিয়ার সামনে হাজির হবেন বলে জানা যায়।