ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের খাদিমপুর মাঠে ডাকাতদলের তাণ্ডব

 

বরযাত্রীদের বেঁধে টাকা ও গয়নাগাটি লুট

আলুকদিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের খাদিমপুর মাঠের মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বরযাত্রীদের গাড়ি থামিয়ে টাকা, গয়নাগাটি ও মোবাইলফোন লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় ওই এলাকার টহল পুলিশের গাড়ি ডাকাতদের প্রতিরোধ করলে ডাকাতদল মাঠের মধ্যে সটকে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদর আলুকদিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামের রাজ্জাক হোসেনের ছেলে রাজিবের সাথে বিয়ে ঠিক হয় আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শরীফা খাতুনের। গতপরশু মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গুচ্ছগ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবপুর গ্রামে যায়। সেখানে কনে ও বরের বয়স অপ্রাপ্ত হওয়ায় গ্রামের মণ্ডল মাতবরগণ বিয়েতে বাধা দিলে তা ভেস্তে যায়। দীর্ঘ সময় ধরে বিয়ে বাড়িতে অবস্থান করার পর উপায় না পেয়ে বিয়ে না করে বরপক্ষ রাত সাড়ে ১০টার দিকে ফিরে আসে। খাদিমপুর মাঠের মধ্যে পৌঁছুলে একদল ডাকাত তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে বর রাজিব, রাজু, শহিদুল, হারুন, মুজা, শিলা, রাজ্জাক, শিমলা, মিকা ও শাকিলকে একটি গর্তের মধ্যে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ ১১ হাজার টাকা,  সোনার গয়না ও দুটি মোবাইলফোন কেড়ে নেয়। এ সময় গোকুলখালী ফাঁড়ি পুলিশ ওই এলাকায় টহলে যায়। ডাকাতদল পুলিশ বহন করা আলমসাধুর গতিরোধ করলে পুলিশ দেখে তারা মাঠের মধ্যে সটকে পড়ে। পরে পুলিশ বরযাত্রীসহ তাদের লোকজনকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।