বিয়ের দাবিতে ১০ম শ্রেণির ছাত্রী উঠেছে এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে

 

আলমডাঙ্গা ব্যুরো: বিয়ের দাবিতে আলমডাঙ্গার ডামোশ গ্রামে এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে ১০ম শ্রেণির এক ছাত্রীর অবস্থানের ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার ডামোশ গ্রামের আব্দুল খালেকের ছেলে হাফিজুর রহমান কাজল এ বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থী। প্রায় ১ বছর আগে পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামের মরিয়ম নামের ১০ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মোবাইলফোনের মাধ্যমে তাদের প্রেমের সূত্রপাত। প্রেমালাপের সুযোগে তাদের ঘনিষ্ঠতা দ্রুত বেড়ে ওঠে। গতকাল বুধবার মরিয়ম প্রাইভেট পড়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে। বিয়ের দাবি তুলে প্রেমিকের বাড়িতে অবস্থান করে। মুহূর্তে এ সংবাদ গ্রামময় ছড়িয়ে পড়ে। একদিকে অবুঝ প্রেমিকা, অন্যদিকে উৎসুক গ্রামবাসীর উৎপাতে প্রেমিক কাজল ও তার পিতা বাড়ি থেকে সরে যায়। শেষে প্রেমিকাকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।