টিপ্পনী

খবর: (ট্রাফিক ভবনের ছাদে মুণ্ডুহীন লাশ)

 

উঠেলো বুঝি আইন-কানুন লাটে

গোল হয়ে যায় দিব্যি ফাঁকা মাঠে

নাক ডাকিয়ে পুলিশ ঘুমায় খাটে

মজা মেরে দিনটা ভালোই কাটে।

 

খুনিরা সব ফন্দি ফিকির আঁটে

চান্দা ওঠে বাজার বাড়ি হাটে

নেতারা পায় নগদ কড়ি ঘাটে

চামচা চলে ভীষণ রকম ডাঁটে।

 

পয়সা কড়ি থাকছে না আর গাঁটে

ডাকাত এলেই শরীর-মাথা ফাটে

তারা কেবল মালের তবিল চাটে

আড়ে আড়ে তাকায় খালি ঠাঁটে।

 

-আহাদ আলী মোল্লা