স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আহত নূরজাহান বেগম (৪৫) মোবারকপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী। গতকাল বুধবার সন্ধ্যায় শিবগঞ্জের ধুপপুকুর এলাকায় তার ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় কানসাট থেকে বাসযোগে মোবরকপুরে নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে ধুপপুকুর এলাকায় নূরজাহানকে বাস থেকে নামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাধমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম জানান, নূরজাহানের ডান হাত ও বাম পায়ের রগ কাটা হয়েছে।