মাথাভাঙ্গা মনিটর: ফর্মে ফেরার পর নিয়মিত গোল পাচ্ছেন করিম বেনজেমা। গত মঙ্গলবার ফরাসি এ স্ট্রাইকারের একমাত্র গোলে স্প্যানিশ কাপ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এসপানিওলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এসপানিওলের মাঠে ম্যাচের ২৫ মিনিটে হেড থেকে মহামূল্যবান গোলটি করেন বেনজেমা।
এ নিয়ে বড়দিনের ছুটির পর এ নিয়ে টানা ছয়টি ম্যাচ জিতলো রিয়াল। লা লিগায় এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের এক পয়েন্টের ব্যবধানেও চলে এসেছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি। এ ম্যাচের জন্য পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।কিংস কাপ হিসেবে পরিচিত এ টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে। সেমিফাইনালে উঠলে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আতলেতিকো।