যুক্তরাষ্ট্রে পশুখাদ্য কারখানায় বিস্ফোরণে দুজন নিহত
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যে পশুখাদ্য তৈরির একটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। সোমবার নেব্রাস্কার ওমহাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই দিন সকালে কারখানায় কাজ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কারখানা ভবনের একটি অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন নেব্রাস্কার অন্তর্বর্তী দমকল প্রধান বার্নাড ক্যাঙ্গার। ঘটনার সময় কারখানায় ৩৮ জন কর্মী কর্মরত ছিলেন। এ ঘটনায় যে দুজন নিহত হয়েছেন তাদের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। হতাহতরা ছাড়া বাকি সব কর্মী স্বাভাবিক অবস্থায় আছেন বলে জানিয়েছেন ক্যাঙ্গার। তবে দুর্ঘটনার সময় কারখানায় কোনো অভ্যাগত ছিলো কি-না তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।