জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৭ ছাত্র আহত হয়েছে।
জানা গেছে, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনালে জেনারেল মেকানিক ও অটোমেটিকস নামে দুটি শাখা রয়েছে। জেনারেল মেকানিক শাখার দায়িত্বে রয়েছেন শিক্ষক মো. হাসানুজ্জামান হাসান। ওই শাখার ছাত্রদেরকে ব্যবহারিক পরীক্ষায় নম্বর বেশি দেয়ার প্রতিশ্রুতিতে শিক্ষক হাসানুজ্জামান হাসান প্রতি ছাত্রের কাছ থেকে ১ হাজার ৬শ টাকা করে নিয়েছেন। পরবর্তীতে ছাত্ররা জানতে পারে ব্যবহারিক পরীক্ষায় প্রতিশ্রুতি মোতাবেক তাদেরকে নম্বর দেয়া হয়নি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্ররা গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে শিক্ষক হাসানুজ্জামান হাসানকে লাঞ্ছিত করে। এরই জের ধরে শিক্ষক হাসানুজ্জামান হাসানের অনুগত ছাত্রদের সাথে প্রতিপক্ষ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৭ ছাত্র আহত হয়। আহত ছাত্ররা হচ্ছে- জিহাদ, সোহেল, পারভেজ, শামীম, মিন্টু, আসলাম, লিটন, পরান, রিপন, নাইস, শরিফুল, ইব্রাহিম, মনির, রাসের, সুমন, কিরন ও আব্দুল।