মাথাভাঙ্গা মনিটর: মাত্র ক’দিন আগেই বিপাশা বসু নিজের বিয়ের ঘোষণা দিলেন। লাভ স্টোরি ২০৫০ খ্যাত হারমান বাওয়েজার সাথে দীর্ঘদিনের প্রেমের কথাও জানান তিনি। হারমান বাওয়েজাকে বিয়েটা এখন পুরোপুরিই নিশ্চিত। নিজের বিয়ের প্রায় পুরো পরিকল্পনাই গুছিয়ে নিয়েছেন বিপাশা। তিনি জানান, বাঙালি রীতি অনুসারেই বিয়ে করবেন বাঙালি বংশোদ্ভুত এ তারকা। তিনি আরও জানান, তার বিয়ের অনুষ্ঠানে কাউকে নাচতে দেয়া হবে না। তবে নাচের পরিবর্তে শরীরচর্চা করতে হবে অতিথিদের। আর নাচের বদলে সবার জন্য শরীরচর্চা একেবারে বাধ্যমূলক করা হয়েছে। এ বছরই যেকোনোভাবে বিয়েটা শেষ করবেন বলে বিপাশা বসু জানান। উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বর থেকেই প্রেম করছেন বিপাশা বসু ও হারমান বাওয়ে।