স্টাফ রিপোর্টার: বগুড়ায় বাকী বিল্লাহ (৩০) নামে এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত শিক্ষক শহরের সাতমাথা এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এক দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে শিবির নেতা বলে ছুরিকাঘাত করতে থাকে। তিনি অজ্ঞান হয়ে পড়লে ছাত্রলীগকর্মীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে নয়টার দিকে এ শিক্ষক মারা যান। সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, কেন এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো জানান, দু মাস আগে বেনজীর নামে এক যুবকের হাত পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। সে ঘটনার সাথে বাকী বিল্লাহ জড়িত থাকার সন্দেহে থেকে এ হত্যাকাণ্ড হতে পারে। স্থানীয়রা জানিয়েছে, নিহত স্কুলশিক্ষক বাকী বিল্লাহ বগুড়া শহরের পিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়ার শেরপুর থানার ইয়াকুব মাস্টারের ছেলে।