আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারাম মাহমুদ তপন ও দামুড়হুদার সাবেক ছাত্রদল নেতা তাছির আহমেদের রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির একাংশ দোয়া মাহফিল করেছে। গতকাল মঙ্গলবার বিএনপির চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহামুদুল হক পল্টু, আবু আলা সামছুজ্জামান, অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, শাহাজাহান খান, মাসুদুল হক মাসুদ, ইমরান মহলদার রিন্টু, জাহানারা পারভীন, রহিমা খাতুন, মোবারক হোসেন, সামসুল, উজির, আতাউল ও শেফালী খাতুন। প্রেসবিজ্ঞপ্তি।